মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ ২১ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া : রাজনীতিতে অনুকরণীয় ব্যক্তিত্ব
বার্তা প্রেরক:- তকীউদ্দিন মুহাম্মাদ আকরাম। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 11 December, 2020 at 10:29 AM
শিক্ষাতথ্য, ঢাকা (১১ ডিসেম্বর, ২০২০) :-

" align=

রাজনীতিতে অনুকরণীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। যার চিন্তা-চেতনা ও রাজনীতি চর্চা দেশ ও মানবতার কল্যাণে। “উচ্চ আদর্শ ও সাদামাটা জীবন-যাপন এই হোক বাংলাদেশ ছাত্রলীগের আদর্শ” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অমৃত বাণী ছাত্র জীবনেই পুরোপুরি ধারন করে নিয়েছেন বীর চট্টলার পরিচ্ছন্ন এই রাজনীতিবিদ।

বিপ্লব বড়ুয়ার ছাত্রলীগে যুক্ত হওয়ার সময় তাঁর এলাকা চট্টগ্রামের সাতকানিয়া জামাত-বিএনপির দূর্গ হিসেবে পরিচিত ছিল, সাতকানিয়াকে তখন মিনি পাকিস্তানও বলা হতো। বিপ্লব বড়ুয়ার শৈশবে একদিন বাঁশখালির তৎকালীন ছাত্রলীগ নেতা নূর হোসেন এবং আব্দুল গফুর তাঁকে বক্তৃতা দেয়ার জন্য আলাওল কলেজ মাঠে নিয়ে যান। শিশু বিপ্লব বড়ুয়ার বক্তৃতা সেদিন সবার নজর কাড়ে। সেখান থেকেই তাঁর রাজনীতির হাতেখড়ি। সেই শৈশবেই তিনি ছাত্রলীগের রাজনীতির জন্য নানান প্রতিকূলতা মোকাবেলা করে চট্টগ্রামে যেতেন। গাড়ি ভাড়ার জন্য চকলেট-আইসক্রিম ও টিপিনের টাকা বাঁচিয়ে তা জমাতেন, ১২ টাকা জমলেই ছাত্রলীগের রাজনীতি করার জন্য চট্টগ্রাম যেতেন। চট্টগ্রাম যাওয়ার সময় তখন প্রতিপক্ষ দল গাড়ী চেক করে আওয়ামীলীগ-ছাত্রলীগের কর্মীদের চিহ্নিত করে তাদের উপর চরম নির্যাতন চালাতো। 

বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া : রাজনীতিতে অনুকরণীয় ব্যক্তিত্ব

বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া : রাজনীতিতে অনুকরণীয় ব্যক্তিত্ব

ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সভাপতি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পদ অলঙ্কৃত করেন মেধাবী এই রাজনীতিবিদ। পরবর্তীতে ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি বাহাদুর বেপারী এবং অজয় কর খোকন দুজনই তাঁকে ছাত্রলীগের দপ্তর সম্পাদক পদ নেয়ার প্রস্তাব দেন। কর্মজীবনে যুক্ত হয়ে যাওয়ায় নীতিগত কারণে তখন সেই দায়িত্ব নেননি নির্লোভ এই মানুষটি। ছাত্র রাজনীতিতে যুক্ত থাকাকালীন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ত্যাগের রাজনীতি এবং নির্লোভ মনোভাব সবার দৃষ্টি কাড়ে। দৃষ্টি এড়ায়নি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। তাইতো তিনি তাঁকে ২০১৮ সালে নিজের (প্রধানমন্ত্রীর) বিশেষ সহকারী (রাজনীতি) এবং আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। ২০১৯ সালে আওয়ামীলীগের ২১তম জাতীয় কাউন্সিলে তাঁকে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত করেন। 

বিপ্লব বড়ুয়া কর্মজীবনে একজন প্রথিতযশা আইনজীবী। শুরুতে সাংবাদিকতায় যুক্ত হয়েছিলেন বহুমাত্রিক প্রতিভাবান এ ব্যক্তিত্ব। সাংবাদিকতা করেছেন দৈনিক মুক্ত কন্ঠ এবং চট্টগ্রাম অঞ্চলের সেরা কাগজ দৈনিক আজাদীর ঢাকা ব্যুরো অফিসে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পাবলিকেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখন পিআইবির প্রকাশনা নীরিক্ষার সম্পাদনাও করতেন তিনি। বিটিভিতে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন নিউজ প্রডিউসর হিসেবে। ২০০১ সালের ১ অক্টোবর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এর এগার দিনের মাথায় তথা ১১ অক্টোবর কোন কারণ ছাড়াই শুধুমাত্র আওয়ামীলীগ সমর্থিত হওয়ায় বিপ্লব বড়ুয়াসহ ১১ জনকে বিটিভি থেকে বরখাস্ত করা হয়। এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিপ্লব বড়ুয়া বিসিএসে রিটার্ন ভাইভাতে কোয়ালিফাই হওয়া সত্বেও তাঁকে উত্তীর্ণ করা হয়নি। নিজ দল আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর নিজের প্রতি করা এ অবিচারের জন্য প্রতিশোধ পরায়ণ না হয়ে বরং বিষয়টিকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন উদারচিন্তার এ মানুষটি। 

" align=

বিপ্লব বড়ুয়া লন্ডনে একবার বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে দেখা করলে তিনি তাঁকে উদ্দেশ্য করে বলেন, “তুমিতো বিএনপি ক্ষমতায় না আসলে দেশ ছাড়তে না, ব্যারিস্টারও হতে পারতে না। প্রত্যেক কাজেরই যে একটা ভালো দিক আছে তোমার ব্যারিস্টার হওয়াটাও তাই প্রমাণ করে”। ১/১১ এ বঙ্গকন্যা শেখ হাসিনা জেলে যাওয়ার পর বিপ্লব বড়ুয়া লন্ডনে বসবাসরত আওয়ামী সমর্থিতদের নিয়ে শেখ হাসিনার মুক্তির জন্য আন্দোলন করেন। শেখ হাসিনার মুক্তির জন্য তিনি লন্ডনে কূটনৈতিকভাবেও ভূমিকা রাখেন। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জাতীয় রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া সত্বেও সাদামাটা জীবন-যাপন করতে পছন্দ করেন। শহরের রঙিন জীবনের তুলনায় তিনি গ্রামকেই বেশী ভালোবাসেন। তাঁর ভাষ্যে “বাঙালিয়ার সহজিয়া চরিত্র গ্রামের মানুষের মধ্যেই পাওয়া যায়”। শৈশবে গ্রামের পুকুড়ে সাতরানো, কাদামাখা মঠে ফুটবল খেলা, ডাঙ্গুলি খেলা তাঁকে এখনো টানে। 

" align=

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জীবনের শেষ অব্দি বঙ্গবন্ধুর আদর্শ ধারন ও লালন করায় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বঙ্গবন্ধু শাহাদাত হওয়ার পর থেকে ২০০৮ পর্যন্ত ৩৩ বছরে চট্টগ্রামে যে উন্নয়ন হয়নি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত দিয়ে তা গত ১১ বছরেই হয়েছে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নেতা হওয়া সত্বেও ২০১৯ সালে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাননি; যা রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন একজন সৎ, সাহসী, ত্যাগী, নিরহংকারী ও নির্লোভ রাজনীতিবিদ সবার জন্যই অনুকরণীয় ব্যক্তিত্ব।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
সুষ্ঠু ও অবাধ নির্বাচন না হলে দেশ চরম ক্ষতির সম্মুখীন হবে
আটোয়ারীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
আটোয়ারীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা
সোনাতলা উপজেলা কল্যাণ সমিতির অভিষেক, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)