Headline : |
ইসলামী সমমন্বয় পরিষদের জাতীয় সংলাপে বক্তারা বলেন-
সুষ্ঠু ও অবাধ নির্বাচন না হলে দেশ চরম ক্ষতির সম্মুখীন হবে
বার্তা প্রেরক : কথাসাহিতিক ইঞ্জিনিয়ার বি.এম এরশাদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ
|
দৈনিক
শিক্ষাতথ্য, ঢাকা (০৪ অক্টোবর, ২০২৫) :-
০৩ অক্টোবর ২০২৫ইং, শুক্রবার দিনব্যাপী সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নীচ তলায় শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে “জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের করণীয়” শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। ![]() সংগঠনের মহা সচিব কথাসাহিতিক ইঞ্জিনিয়ার বি.এম এরশাদের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান, মহাসচিব ও দলীয় প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা বলেন- ২৪ এর আড়ালে একাত্তরের চেতনাকে অস্বীকার করা যাবেনা। ২৪ এবং ৭১ একই চেতনার নাম। দেশকে ফ্যাসীবাদী মুক্ত করতে গিয়েই মূলত ৭১ এবং ৩৬ জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে। আমরা সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ চাই। যে বাংলাদেশ সবার কথা বলবে। সবার অধিকার রক্ষা করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করবে। এই মর্মে সকল দলকে ঐকবদ্ধ অবস্থানে থাকতে হবে। এবং যে কোন রাষ্ট্রিয় বিষয়ে ঐক্যমত পোষণ জরুরী। এছাড়াও সংগঠনের অনন্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন-এম ডি আবু আহাদ আল মামুন, এস এম আবু তাহের সিনিয়র সহ-সভাপতি কবি ইসমাইল হোসেন জনি সহ-সভাপতি তানভীর হাসান যুব সভাপতি। ডাক্তার ফুয়াদ হাসান সভাপতি ছাত্র সমন্বয় পরিষদ সহ আরো অনেকেই। পরিশেষে উনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে উনুষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞাতা জানিয়ে উনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। |