Headline : |
অভিনেত্রী শ্রাবণী সিনহা বলেন- ভালো কাজের মধ্য দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চাই
প্রতিবেদক : তকীউদ্দিন মুহাম্মদ আকরাম
|
শিক্ষাতথ্য, ঢাকা (১৮ জনিুয়ারি):-
![]() অভিনেত্রী শ্রাবণী সিনহা বলেন- ভালো কাজের মধ্য দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চাই ছোট পর্দার তরুণ অভিনেত্রী শ্রাবণী সিনহা বলেন, ভালো কাজের মধ্য দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চাই। শিক্ষাতথ্য’র প্রতিবেদক তকীউদ্দিন মুহাম্মদ আকরাম এর সাথে একান্ত আলাপচারিতায় তিনি এ কথা বলেন। এসময় তিনি জানান, নাটকের পাশাপাশি সিনেমায়ও কাজ করার আগ্রহ রয়েছে, তবে ভালো গল্প না পেলে করবেন না বলেও জানান। অভিনয় শিল্পী সংঘের নেতৃত্বে আসার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে বলেন, নেতৃত্ব দেওয়ার ইচ্ছে নেই, তবে শিল্পী সংঘ এবং শিল্পীদের কল্যাণে কাজ করার ইচ্ছা আছে। সমসাময়িক অনেক তারকাই রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বলে রাজনীতি করার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে জানান, রাজনীতি নয়, তবে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত থাকতে চাই আজন্ম। তিনি জানালেন যে নিজের উপার্জনের সিংহ ভাগই ব্যয় করেন অসহায় মানুষের জন্য। ![]() অভিনেত্রী শ্রাবণী সিনহা বলেন- ভালো কাজের মধ্য দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চাই অভিনেত্রী শ্রাবণী সিনহা ১৯৯৫ সালের ১৪ অক্টোবর গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মো. সিকান্দার আলী একজন স্বনামধন্য ব্যবসায়ী, মা মাজেদা বেগম সূগৃহীণী। দুই ভাই তিন বোনের মধ্যে তিনি সবার বড়। শ্রাবণী মৌচাক স্কাউট স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন গাজীপুর বাউক কলেজ থেকে। একই কলেজ থেকে তিনি ইকনোমিক্সে স্নাতক সম্পন্ন করেন। ছোট পর্দার অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও শ্রাবণী সিনহার প্রথম কাজ সিনেমা। পরিচালক আলী আজাদের ‘দেশ আমার’ সিনেমা দিয়েই তিনি অভিনয় জগতে যাত্রা করেন। শ্রাবণী সিনহা অভিনিত নাটকের মধ্যে শিয়াল পন্ডিত, শশুর জামাই নির্বাচন, ছোট ছেলে অন্যতম। খেয়া নামে একটি টেলিফিল্মেও অভিনয় করেন। বর্তমানে তাঁর অভিনিত ধারাবাহিক নাটক ‘চাপাবাজের নাম’ আরটিভিতে প্রচারিত হচ্ছে। |