
| Headline : |
|
টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন
মোহাম্মাদ মনজুরুল হক গাজী, গাজীপুর
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৩ নভেম্বর, ২০২৫) :-
শনিবার কাপাসিয়ার টোক ইউনিয়নের মানব উন্নয়ন চত্ত্বর- ডুমদিয়া উত্তরপাড়ায় পাঠাগার প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান। অতিথিবৃন্দ অনুষ্ঠানের প্রথম দিকে এই ‘উন্নয়ন’ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এতে উপস্থিত ছিলেন ‘আলোকিত মানুষ ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে লেখক, পাঠক ও অভিভাবকদের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক ইতিহাসবিদ, লেখক, প্রাবন্ধিক ও গবেষক মোহাম্মাদ আশরাফুল ইসলাম। এছাড়া বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, ইসলামিক ফাউন্ডেশন-গাজীপুরের উপ-পরিচালক মো. ইউসুফ আলী, সাউথ এশিয়া ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য আর্থিক কর্মকর্তা মো. হুমায়ূন কবির শিমুল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম শিবলী, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র তত্ত্বাবধায়ক মো. দেলোয়ার হোসেন, টোক ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু সাঈদ মাহমুদুল হক বুলবুল, দৈনিক আলোকিত বাংলাদেশ- গাজীপুর জেলা প্রতিনিধি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, গাজীপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আবিদ হোসেন বুলবুল, ইসলামিক ফাউন্ডেশন কাপাসিয়ার ফিল্ড সুপারভাইজার আবু ছাইম, মডেল কেয়ারটেকার মো. আলী হোসেন, টোক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান সবুর, মোমতাজ উদ্দিন মাস্টারসহ স্থানীয় পাঠক ও অভিভাবগণ। |