
| Headline : |
|
বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের জাতীয় সংলাপে বক্তারা বলেন-
সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী ঐক্য গড়া এখন সময়ের দাবী
।। বার্তা প্রস্তুত:- অনলাইন ডেস্ক ।।
|
|
দৈনিক
শিক্ষাতথ্য, ঢাকা (১৭ অক্টোবর, ২০২৫) :-
বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে “সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য” শীর্ষক এক জাতীয় সংলাপ শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, দিনব্যাপী অনুষ্ঠিত হয়। ঢাকার কাকরাইলস্থ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইডিবি) সোস্যাল গার্ডেন হল রুমে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান জননেতা আল্লামা এম. এ মতিন।‘ধর্ম-আক্কিদা যার যার বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সবার’- এই স্লোগানকে সামনে রেখেই অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবক মূলক সংগঠন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের স্বপ্নদ্রষ্টা সাহসী পুরুষ, সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস. এম সরওয়ার সভাপতির ভাষণে তিনি বলেন- দেশের মানুষ শান্তি চায়, ঐক্য চায়। মানুষ বাঁচার অধিকার চায়। মানুষ সুন্দরভাবে জীবন-যাপন করার অধিকার চায়। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত সময়ে নির্বাচন করা সময়ের দাবী। সুষ্ঠু ও অবাধ নির্বাচন না হলে দেশ চরম ক্ষতির সম্মুখীন হবে। দেশ ও জাতি একটি গ্রহনযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে। সংগঠনের মহা সচিব কথাসাহিতিক ইঞ্জিনিয়ার বি.এম এরশাদের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান, মহাসচিব ও দলীয় প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।তাঁরা বলেন- এখন ইসলামী ঐক্য গঠনের বিকল্প নেই। আমাদের মতো যারা ছোট ছোট ইসলামী দল রয়েছে প্রত্যেকেই একমত পোষণ করে ঐক্য গঠন এখন সময়ের দাবী। কারণ আমরা সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ চাই। যে বাংলাদেশ সবার কথা বলবে। সবার অধিকার রক্ষা করবে। আইনের সুশাসন প্রতিষ্ঠা করবে। এই মর্মে সকল দলকে ঐকবদ্ধ অবস্থানে থাকতে হবে। এবং যে কোন রাষ্ট্রিয় বিষয়ে ঐক্যমত পোষণ জরুরী। এছাড়াও সংগঠনের অনন্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন-এম ডি আবু আহাদ আল মামুন, এস এম আবু তাহের সিনিয়র সহ-সভাপতি কবি ইসমাইল হোসেন জনি সহ-সভাপতি তানভীর হাসান যুব সভাপতি। ডাক্তার ফুয়াদ হাসান সভাপতি ছাত্র সমন্বয় পরিষদ সহ আরো অনেকেই। পরিশেষে উনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে উনুষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞাতা জানিয়ে উনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। |