Headline : |
আটোয়ারীতে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
।। বার্তা প্রেরক:- মো. ইউসুফ আলী, আটোয়ারী, (পঞ্চগড়)। শিক্ষাতথ্য ডটকম।।
|
দৈনিক
শিক্ষাতথ্য, ঢাকা (৩০ জুলাই, ২০২৫) :-
পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ জুলাই) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ আরিফুজ্জামান-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ![]() আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা জুড়ে চলমান জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চুরি, জুয়া, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, সীমান্তে পুশইন, অজানা কিছু এনজিও’র প্রতারণার ফাঁদ সহ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ সহ আরো দুইজন পুলিশ অফিসারের বিরুদ্ধে অপবাদমূলক স্ট্যাটাসের বিরুদ্ধে সভায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং যে কোন সমস্যা সমাধোনের জন্য সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ইউএনও মোঃ আরিফুজ্জামান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, সাংবাদিক সহ আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। |