Headline : |
আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ
।। বার্তা প্রেরক:- মো. ইউসুফ আলী, আটোয়ারী, (পঞ্চগড়)। শিক্ষাতথ্য ডটকম।।
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৮ জুলাই, ২০২৫) :-
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, আটোয়ারী এবং জেলা শিক্ষা অফিস, পঞ্চগড়ের আয়োজনে শনিবার ( ২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউট, এসএডিপিপিবিজিএসআই বৃত্তি এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ৩৬জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। ![]() অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য মোঃ মতিয়র রহমান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের পক্ষ থেকে মির্জাপুর মাওঃ আজিম উদ্দীন আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণের পক্ষ থেকে মোঃ আবুল কাসেম এবং পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থী বাঁধন আক্তার সাথী নিজের অনুভুতি ব্যক্ত করেন। বক্তারা একটি সুখী সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার গুরুত্বারোপ করেন। ![]() |